ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের একদিন পর ডোবায় মিললো ভাই-বোনের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৪, ৯ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে সামির (৯) ও তিশা (৮) নামে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

শুক্রবার সকালে বন্দর আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহটি দুটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

তারা ওই এলাকার অটোরিক্সা চালক কামাল হোসেনের ছেলেমেয়ে।

এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর নৌ-থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার বিকালে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ থাকে তারা। 

ধারণা করা হচ্ছে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির ডোবার পাশে খেলা করতে নেমে জমে থাকা পানিতে পড়ে সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়। 

কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌ-থানার ইনচার্জ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি