ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনার অবদানে সাড়ে ১৪ বছরে দেশে ব্যাপক উন্নয়ন: এমপি মিলন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

 কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বাগেরহাট আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, গেল সাড়ে ১৪ বছর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী  শেখ হাসিনার অবদানে দেশে পদ্মা সেতু হয়েছে, আমরা মেট্রোরেল পেয়েছি, এ্যালিভেটেড এক্সপ্রেস হয়েছে। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিতে হবে। 

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্ত, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন, শাহজাহান প্রমুখ।

সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের জন্য আয়োজিত এই সভায় আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড  তুলে ধরা হয়। উপস্থিত নেতাকর্মীরা আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আশ্বাস দেন। 

সভায় শরণখোলা ও মোরেলগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীও অংশ নেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি