ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে সাত জলদস্যু আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ‘ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও গুলিসহ সাত জলদস্যূকে আটক করেছে র‌্যাব।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ভোরে নাজিরারটেক সমুদ্র উপকূলে সশস্ত্র একদল লোক মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে অভিযান চালানো হয়।

তাদের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৭ জনকে আটক করা হয়। পরে তল্লাশী করে ৩টি দেশিয় তৈরী বন্দুক, ৭টিগুলি, চাকু, মোবাইল পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি