ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১১ সেপ্টেম্বর ২০২৩

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরাম-আলম বাজার আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক টমটম উল্টে চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও ৪ জন।

রোববার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আলমবাজার থেকে একটি টমটম উত্তর সাঙ্গরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়। এতে চাঁন মিয়াসহ ৫ যাত্রী আহত হয়। 

গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এ ছাড়াও মন্নাফ মিয়া নামের এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

নিহত উত্তর সাঙ্গর গ্রামের সুরুজ মিয়ার পুত্র। 

বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি