ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা মেয়র আইভির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী।

সোমবার দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন তিনি। এসময় নগরীর বিশিষ্ট জন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বাজেট ঘোষণা শেষে নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র আইভী।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার আয় এবং ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকার ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত থাকবে ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা।

মেয়র আইভী জানান, বিশেষ বরাদ্দ রাখা হয়েছে রাস্তা, ড্রেন ব্রীজ, কালভর্ট নির্মাণ, বৃক্ষ রোপণ, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীারণ, মশক নিধন,বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকিকরণ, খেলাধূলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রীট লাইট স্থাপন ও সুপেয় পানি সরবরাহে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি