ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনের দায়িত্ব গ্রহণ 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৬:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।

মেয়র হিসেবে সবার সহযোগিতা কামনা করে জায়েদা খাতুন বলেন, আপনারা আমাকে লাখ লাখ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আমি ও আমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ।

এর আগে প্রথম নারী মেয়র হিসেবে দুপুরে ছেলে জাহাঙ্গীর আলম ও নেতাকর্মীদের সঙ্গে শহরের বঙ্গতাজ মিলনায়তনে আসেন জায়েদা খাতুন। 

অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে নগর ভবনে মেয়র জায়েদা খাতুনকে ফুল দিয়ে বরণ করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। 

পরে নগর ভবনে নবনির্বাচিত কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন মেয়র।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি