ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে অটোরিকশা কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরের পুবাইলে কাভার্ড ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় কাভার্ড ভ্যান গাড়িটি জব্দ ও চালককে গ্রেফতার করা হয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থেকে অটোরিকশায় করে ৫জন নির্মাণ শ্রমিক টঙ্গী যাচ্ছিলেন। অটোরিকশাটি
পূবাইলের পৌঁছালে বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে অপর একজন মারা যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল-গাছা জোনের সহকারী কমিশনার মাকসুদুর রহমান জানান, সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটোস্থলে একজন নিহত হন। এ ঘটনায় আহত অপর ৫ জনকে হাসপাতালে আনার পথে আরো একজন মারা যান। বাকী ৪ জন শহীদ তাজউদ্দীন আহমদ
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় কাবার্ড ভ্যান গাড়ীটি জব্দ ও চালককে গ্রেফতার করা হয়েছে ।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি