শ্রীমঙ্গলের হরিজন পল্লীতে হামলা, আহত ৩
প্রকাশিত : ১১:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩
মৌলভীবাজারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল দুষ্কৃতিকারী হামলা চালিয়েছে শ্রীমঙ্গল আরামবাগ হরিজন পল্লীতে। গুরুতর আহতবস্থায় তিনজনকে ভর্তি করা হয়েছে মৌলভীবাজার সদর হাসপাতালে।
শুক্রবার রাতে পূর্ব শত্রতার জেরেহবিগঞ্জ সড়ক সংলগ্ন আরামবাগ আবাসিক এলাকায় ২০-২৫ জনের একদল যুবক লঠিসোটা নিয়ে অর্তকিত হামলা করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হরিজন পল্লিতে।
এ সময় তাদের হামলায় দুইজন মহিলা ও একজন পুরুষ আহত হন। এ ঘটনায় রাতেই শ্রীমঙ্গল থানায় মামলা হলে রফিক নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে আরামবাগ এলাকার জয় রবিদাশ ও পশ্চিম ভাড়াউড়া এলাকার শফিক মিয়ার মধ্যে বাক্ বিতণ্ডা হয়। এ ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া দায়িত্ব নেন। কিন্তু বিষয়টি শেষ করার আগেই শফিক দলবল নিয়ে এসে তাদের বাড়িতে হামলা করে। এ ঘটনায় শফিকের ভাই রফিককে আটক করা হয়েছে।
বাকীদের আটক করতে মাঠে পুলিশ কাজ করছে।
জয় রবিদাশ জানান, হামলাকারীরা তাদের মা-বোনের উপর হামলা করেই ক্ষান্ত হয়নি তারা লুটপাটও করেছে।
এএইচ
আরও পড়ুন