ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে কোটি টাকার মাদকসহ ২জন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরে কোটি টাকা মূল্যের পাঁচশ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। হিলি স্থলবন্দর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান মাদক ।
দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ডিবি উত্তরের উপ-পুলিশ কমিশনার জানান, মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানার টেক কাথোরা এলাকায় অভিযান চালায়।

এসময় সোহাগ খান ও মোশারফকে পাঁচশ গ্রাম মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইসসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়। হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা খৈল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যমপোল উদ্ধার করে কাস্টমস। এঘটনায় ট্রাকের চালক কৃষ্ণ রায়কে আটক করা হয়েছে। 

এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি