ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে বন্ধ করা হলো ২টি ডায়াগনস্টিক সেন্টার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় লক্ষ্মীপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার জেলা শহরের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিভাগের পরিদর্শন টিম পরিদর্শন করে। এসময় রামগতি সড়কের নিউ লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস এবং হাসপাতাল সড়কের ডেল্টা ল্যাব অ্যান্ড ইমেজিং সেন্টার নামক দুটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স দেখাতে পারেনি।

লাইসেন্স ছাড়াই তারা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। তাই প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দেওয়া হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি