ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত ১ নারীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৩

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে । 

বুধবার সকালে সিভিল সার্জন ডা. মো নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল বিকালে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যায়।

নিহত নারী ফেরদৌসি বেগম (৩৫) শিবপুর উপজেলার বাসিন্দা। এর আগে গত ১৮ জুলাই পুষ্পা রানী সাহা নামে আরও এক নারীর মৃত্যু হয় একই হাসপাতালে।

গত ২৪ ঘন্টায় নরসিংদীতে নতুন করে ৫৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১শ’ ৪৮ জনে। এছাড়া, জেলার সবগুলো হাসপাতালে ভর্তি আছে মোট ১শ’ ৩৮ জন রোগী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি