ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় জার্জিজ কম্পোজিট নীট লিমিটেড নামের একটি ডাইং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ওই কারখানার দুই শ্রমিক। 

মঙ্গলবার রাত আটটার দিকে গ্যাস লিকেজ থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন সদর উপজেলার ফতুল্লার ভোলাইল গোদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মো. মিলন (২৩) ও নরসিংদীপুর এলাকার হারুন মিয়ার মো: হায়দার (২৭)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত আটটার দিকে জার্জিজ কম্পোজিট নীট লিমিটেড নামের ওই ডাইং কারখানার জেনারেটর রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পাশে থাকা দেয়াল ভেঙে পড়ে। এ সময়ে আগুনে দগ্ধ হয় মিলন ও হায়দার নামের দুই শ্রমিক। 

জেনারেটরের আগুন  ছড়িয়ে পড়লে শ্রমিকরা নেভানো চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়। তবে সাংবাদিকদের কারখানার ভেতর যেতে দেয়া হয়নি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, ডাইং কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের খবর শুনে বিসিক ও মন্ডলপাড়া দুটি ইউনিটের সদস্যরা গিয়ে আগুন নেভায়। আগুনে দগ্ধ দুইজনকে অন্য শ্রমিকরা উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

পরে সেখানে থেকে রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, মূলত ওই কারখানার জেনারেটর পরিচালিত হতো গ্যাস থেকে৷ ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে জেনারেটরে বিস্ফোরণ ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না৷ পুরো বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি