ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খড়ের নীচে চাপা পড়ে প্রবাসীর দুই শিশুসহ স্ত্রীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৩:৪৫, ২০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধর্মপুরে এলাকার ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার ও তার দুই শিশু সন্তান শাহিদ এবং সিয়াম।

স্থানীয়রা জানায়, নিহত সুমি সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। ওইসময় তার দুই সন্তান পাশে খেলাধূলা করছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়লে দুই সন্তানসহ সুমি খড়ের গাদায় চাপা পড়েন। 

পরে সেখান থেকে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. মিথিলা কানন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি