ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

ভাতিজার হাত-পায়ের রগ কাটলেন চাচা

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮, ২১ সেপ্টেম্বর ২০২৩

পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরে সৎ চাচার নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের (৪৫) হাত-পায়ের রগ কর্তনের ঘটনা ঘটেছে। 

বুধবার রাত ৯টার দিকে আলীপুরের একটি রেস্তরাঁয় এ ঘটনা ঘটে। 

চাচা সুমন হাওলাদারসহ চার পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারাল অস্ত্র নিয়ে মিশনে অংশ নেয়। এসময় সন্ত্রাসীরা হালিম হাওলাদারের বাম হাত এবং ডান পায়ের রগ কেটে দ্রুত সটকে পড়ে। 

তাৎক্ষণিক আশেপাশের লোকজন হালিম হাওলাদারকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

মহিপুর থানার ওসি মোঃ ফেরদাউস আলম খান জানান, জমিজমার বিরোধের জের ধরে চাচা সুমন ও হামিল হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতোপূর্বে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে। 

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডাঃ এম সায়েম পুনম জানান, ভিকটিম হালিম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি