ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মানব পাচারকারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১৪ লাখ টাকা অর্থদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২১ সেপ্টেম্বর ২০২৩

মেহেরপুরে মানবপাচার মামলায় মাসুদ রানা নামের এক মানবপাচারকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও সেই সঙ্গে ১৪ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ তহিদুল ইসলাম এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ রানা যশোর জেলার অভয়নগর থানার ধোপাদী নতুন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার ও রায় সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সাইবুর রহমানকে অবৈধভাবে লিবিয়া পাচারের অভিযোগে ২১ সেপ্টেম্বর ২০১৪ইং তারিখে সাইবুর রহমানের বাবা আলী আকবর মীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মাসুদ রানাকে ১নং আসামি করে আরও তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলাটি আমলে নিয়ে মুজিবনগর থানাকে এজাহারভুক্ত করতে আদেশ দেন। তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে তিনজনকে অব্যাহতি দিলেও মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

তাতে প্রমাণিত হয় যে সাইবুর রহমানকে অবৈধভাবে লিবিয়া পাচার করা হয়। সেখানে সে অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেন। পাচার করায় তার লাশ দেশে আনা সম্ভব হয়নি। 

মামলায় স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এই রায় প্রদান করেন। তবে আসামি মাসুদ রানা পলাতক।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাড, এ.কে.এম আসাদুজ্জামান। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোন আইনজীবী ছিলেননা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি