ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মালবাহী লরি উল্টে যাত্রীবাহী বাসের উপর, নারী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহি লরি উল্টে যাত্রীবাহী বাসের উপর পড়লে কান্তি রানী নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৮ জন। তাদেরকে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মহাসড়কে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কান্তি রানী নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকার সাগর লালের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা পার হওয়ার পর মালবাহী একটি ট্রাক উল্টে গিয়ে তিশা পরিবহ নামের একটি যাত্রীবাহী বাসের উপরে পড়ে। এসময় বাসের এক ভেঙে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান কান্তি রানী নামে এক নারী। গুরুতর আহত হন অন্তত আট যাত্রী।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল করিম জানান, কান্তি রানী কুমিল্লা থেকে ওই বাসে করে সিদ্ধিরগঞ্জে ফিরছিলেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে ঘটনার পরপরই লরির চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়ে বলেও জানান হাইওয়ে পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি