ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নদীর প্রতি আন্তরিকতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় নৌর‌্যালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নদী রক্ষার পাশাপাশি জনমনে নদীর প্রতি আন্তরিকতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় হয়ে গেলো বর্ণাঢ্য নৌর‌্যালি।

নৌদিবস উপলক্ষে শনিবার ঐতিহ্যবাহী তিতাস নদীতে এই র‌্যালির আয়োজন করে নদী ও প্রকৃতি সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন ‘তরী’। ‘নদী বাঁচলে, বাঁচবে দেশ’ শ্লোগানে শহরের তিতাস নদীর আনন্দবাজার নৌঘাট থেকে ১০টি নৌকা নিয়ে র‌্যালিটি নদীর প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে। এ’সময় নদী রক্ষায় বিভিন্ন শ্লোগানের পতাকা আর ব্যানার প্রদর্শন করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি