ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তৃতীয় লিঙ্গের সদস্যকে নির্যাতনের ভিডিও ভাইরাল, মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে তৃতীয় লিঙ্গের সদস্যকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্বজনরা জানান, ১০ বছর আগে নিজের ইচ্ছেতেই ভারতে গিয়ে ছেলে থেকে তৃতীয় লিঙ্গের সদস্য বনে যান মোসকান। বছরে দু’একবার বাড়িতে আসতেন তিনি। গত  ১৭ সেপেম্বর ফের ভারতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন মোসকান। ২১ সেপ্টেম্বর তার মামাতো বোনের মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি করে একটি চক্র। পুলিশ বলছে, মোসকানের খোঁজে দূতাবাসের সহযোগিতায় ভারতের স্থানীয় থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি