ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরসার গান কমান্ডার মুছাসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ মুছাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে র‌্যাব-১৫র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

এর আগে মঙ্গলবার রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

র‌্যাব জানায়, অভিযানে গান কমান্ডার রহিমুল্লাহ মুছা, একজন সদস্য এবং দুই বাংলাদেশী সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৩ কেজি বিস্ফোরক, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি