ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বনপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান খান নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বনপাড়া পৌরসভার গেটের সামনে স্কয়ার কোম্পানির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটোয়ারী হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনায় আহত হওয়ার সংবাদে বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা ঘটনাস্থলে ছুটে যান।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মোঃ শরীফ আল রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকসহ কাভার্ডভ্যান আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি