ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী। 

এসময় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি শেখ বাবুল, রবি বোস, এ্যাড. আব্রাহাম লিংকন, আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান প্রমূখ। 

বক্তারা শেখ হাসিনার রাজনৈতিক জীবন, আদর্শ ও দর্শন তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল।

পরে মিলাদ মাহফিলে জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি