ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নানা আয়োজনে পটুয়াখালীতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩

নানা আয়োজনে পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাউফল পৌরসভার আয়োজনে ৭৭ জন হাফেজ দ্বারা ৭৭ বার কোরআন খতম করা হয়। কেক কেটে শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন করেন বাউফল পৌরসভার মেয়র আলহাজ্ব জিয়াউল হক জুয়েল। 

পরে পৌরসভার  ছাদ বাগান এবং বিভিন্ন ওয়ার্ডে ৭৭টি বৃক্ষরোপণ করা হয়। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানমালায় দোয়া মোনাজাত  হাফেজদেরকে উন্নত মানের খাবার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 

বাউফল  উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকেও একই কর্মসূচী পালিত হয়। এসময় বাউফল উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবঙ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা পর্যায়েও বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি