ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে গাছের চারা রোপণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩

নোয়াখালীতে জেলা ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে ৭৭টি গাছের চারা রোপণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতা ফজলে রাব্বি রবনার উদ্যোগে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।

এ সময় শিমুল, পলাশ, সোনালু, জামরুল, কৃষ্ণচূড়া, আমড়া, বেলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রবনা বলেন, এই চারাগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা ও শোভাবর্ধন করবে। এগুলো ঔষধি গুণ সম্পন্ন। এমন একটি উদ্যোগ নিতে পেরে আমরা নোয়াখালী জেলা ছাত্রলীগ পরিবারের সবাই গর্বিত। ভবিষ্যতেও এমন বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি