ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

হালতি বিলে নৌকা ভ্রমণে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩

হালতি বিলে নৌকা ভ্রমণ। ফাইল ছবি

হালতি বিলে নৌকা ভ্রমণ। ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গার হালতি বিলে বেড়ানোর সময় ১৭ যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় নৌকার ১৫ যাত্রী তীরে উঠতে পারলেও পানিতে তলীয়ে যায় সাদমান আব্দুল্লাহ ((১১)  ও আব্দুর রহমান (৯) নামে দুই সহোদর। 

শুক্রবার সন্ধ্যার পর হালতি বিলের খোলাবারিয়া গ্রাম এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশু লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের আড়বাব গ্রামের আরিফুল ইসলামের দুই ছেলে।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নৌকা রিজার্ভ করে ১৭ জন নারী,পুরুষ ও শিশু হালতি বিলে ভ্রমণ করছিল। ভ্রমণের শেষ সময়ে ফিরে আসার পথে হালতি বিলের মধ্যে খোলাবারিয়া এলাকায় বৈদ্যুতিক খুঁটির টানা দেওয়া তারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। 

এ সময় অন্য নৌকার যাত্রী ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা সাঁতার কেটে খোলাবাারিয়া বিলের মধ্যে খোলাবারিয়া মাদ্রাসায় আশ্রয় নিলেও আরিফুল ইসলামের দুই শিশু সন্তান পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে খোঁজাখুজি করে শিশু দুটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি