ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

কলারোয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরার কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ফতেমা খাতুন (৩৪) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। ফাতেমা উপজেলার হেলাতলা ইউনিয়নের আব্দুল হকের মেয়ে। 

ঘটনার বিবরণে নিহতের মা জানান, মেয়ের বিয়ের হয় যশোরের ঝিকরগাছার হরিদ্রপোতা গ্রামের মনিরুল ইসলামের সাথে। বিয়ের পরে দুটি ছেলে সন্তান হয় তাদের। জামাই মালয়েশিয়ায় যাওয়ার কারণে মেয়ে পিতার বাড়িতে আলাদা ঘরে সন্তান নিয়ে থাকতেন। শুক্রবার সকাল ৭টার দিকে ছোট ছেলে বাইরে এসে ঘুরাঘুরি করতে থাকে, তখন ঘরের দরজা খোলা ছিল। পরে মেয়ে ঘর থেকে বের না হওয়ায় তিনি ঘরে গিয়ে দেখেন তার মেয়ে খাটের উপর পড়ে রয়েছে। গায়ে হাত দিয়ে দেখেন তার মেয়ে মারা গেছেন। 

গলায় দাগ আছে, কেউ শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে তিনি ধারণা করছেন।

হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনা স্থানে যান। ফাতেমার সঙ্গে টাকা পয়সা ও জমি নিয়ে একই এলাকার মোস্তফার সাথে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল বলে তিনি এলাকাবাসীর কাছ থেকে শুনেছেন। 

থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি