ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা পড়েছে বহু পর্যটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৈরি আবহাওয়াতে সাগর উত্তাল থাকায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। 

ফলে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সেন্টমার্টিনের উদ্দ্যেশে কোন জাহাজ সেন্টমার্টিন না যাওয়ায় অন্তত দেড় শতাধিক পর্যটক দ্বীপে আটকা পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেওয়া হয়নি। এমনকি কোন ধরনের স্প্রীটবোর্ড ও কাঠের ট্রলারও চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

একারণে সেন্টমার্টিন ভ্রমণে আসা প্রায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানান ইউএনও।

ইউএনও আরও বলেন, ‘দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি