আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার
প্রকাশিত : ০৯:৫৯, ১ অক্টোবর ২০২৩
সাভারের আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী এবং সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন মোক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম এবং শিশু সন্তান ১২ বছরের মেহেদী হাসান জয়। তারা আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিক।
মোক্তার হোসেন বাবুল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক জোহাব আলী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। হতাহতের ঘটনা আরও তিন দিনের আগের বলেও ধারণা পুলিশের।
শনিবার সন্ধ্যায় চতুর্থ তলার বাবুলদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। এ সময় তাদের ফ্ল্যাটের বাইরের দরজা ভেড়ানো অবস্থায় ছিল। পরে ভেতরে গিয়ে একটি কক্ষের বিছানায় মা ও তার ছেলে জয়ের লাশ ও আরেকটি কক্ষে বাবুলের হাত বাঁধা গলাকাটা লাশ দেখতে পায় তারা।
পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনা জানাজানি হলে পুলিশ ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এএইচ
আরও পড়ুন