ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ইউএনও অফিসে হামলা, আ.লীগ-যুবলীগের ৫ নেতাকে বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ৩ অক্টোবর ২০২৩ | আপডেট: ১২:৫০, ৩ অক্টোবর ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ৫  নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। 

বহিস্কৃতদের বিরুদ্ধে অশোভন আচরণ, বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কারকৃতরা হলেন মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হেকিম মেম্বার, সদস্য মোঃ আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির ও মোঃ জাইদুর।

এর আগে গত শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে যানবাহন পার্কিংয়ে নিষেধ করায় নির্বাহী কর্মকর্তার হামলা ও তার কার্যালয় ভাঙচুর করা হয়। এসময় আহত হন ৪ জন।  ঘটনায় পর শনিবার রাতেই আনসার সদস্য এনায়েত উল্লাহ বাদি হয়ে অভিযুক্ত চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি