ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:০৩, ৩ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে এলো রাশিয়ান পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ইয়ামাল অরলান।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সির খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২১২১ মেট্রিক টন মেশিনারী পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এম,ভি ইয়ামাল অরলান। 

জাহাজটিতে থাকা ৬৬৮ প্যাকেজের মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। খালাসকৃত এ পণ্যের অধিকাংশই সড়ক পথে আর নদী পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।    

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি স্যাপোডিলা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি