ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে দেয়াল চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১১, ৬ অক্টোবর ২০২৩

গাজীপুরের  কালিয়াকৈরে রতনপুর ও বাইমালে  ঘরের দেয়াল ধসে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

জানা যায়, মুষলধারে বৃষ্টির কারণে বৃহস্পতিবার মাঝরাতে কালিয়াকৈরের রতনপুর এলাকায় ঘরের দেয়াল ধসে পড়লে এমারত হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম স্বামী-স্ত্রী দুজনেই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

স্বামী-স্ত্রী দুজন ওই মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় ঘরের দেয়াল ধ্বসে পড়ে এতে তাদের মৃত্যু হয়। 

এদিকে, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন শিশু ফরিদুল ও তার বাবা-মা। গেল রাতে তারা পোশাক কারখানায় কর্মরত ছিলেন আর বাসায় একা ছিল ফরিদ। রাত সাড় ১১টার দিকে দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় সে। স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে রাতে মারা যায় ফরিদুল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি