ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে বিদেশি রিভলবারসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৪, ১০ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড গোপাইরাম শংকর এলাকায় অভিযান চালিয়ে নূর নবী (২২) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়েছে। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নূর নবী গোপাইরাম শংকর এলাকার বেলাল হোসেনের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে, এলাকার চিহ্নিত মাদক কারবারি নূর নবী তার বসত ঘরে অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে গোপাই এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানকালে নূর নবীর শয়ন কক্ষ থেকে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নূর নবী একজন মাদক কারবারি। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। 
মঙ্গলবার সকালে থানার মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি