ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জে বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫১, ১১ অক্টোবর ২০২৩

মানিকগঞ্জে বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুজন নারী। নিহতরা হলেন মাহাদেব চন্দ্র মদক (৫০), হেনা আক্তার (৫২) মালেকা বেগম (৫৫) ও জাহিদ (৩৪)।

দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ আসছিল লেগুনাটি। ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় যাত্রী নামানোর সময় একটি বাস পেছন থেকে লেগুনাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে চাপা পড়ে চালকসহ চারজন নিহত হন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে, জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার করে টাকা অনুদানের ঘোষণা দেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি