ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১১ অক্টোবর ২০২৩

প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় রাজবাড়ীতে দায়েরকৃত ২ মামলায় আদালতে তোলা হয় মামলার প্রধান আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে।

বুধবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর ২নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায় এর আদালতে তোলা হয়।

এসময় আসামি পক্ষ জামিন ও রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ড শুনানি পড়ে ঘোষণা হবে বলে জানান।

জানা গেছে, প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে মানহানি হওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রধান আসামি করে দুটি মামলা হয় রাজবাড়ীর ২নং আমলী আদালতে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি