ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সরকারের উন্নয়ন নিয়ে ভালুকায় সাংবাদিক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার মতবিনিময়

ভালুকা প্রতিনিধি  

প্রকাশিত : ১৯:১০, ১১ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৯:১১, ১১ অক্টোবর ২০২৩

বর্তমান সরকারের ১৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভালুকায় সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেছেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে ভালুকার সিটি গার্ডেনে এই মত বিনমিয় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, কৃষকলীগ নেতার পিতা মোঃ মোতালেব সরকার, আক্তারুজ্জামান প্রিন্স ও মোতাহার হোসেন রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্র্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে আ’লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার এই দেশের প্রতিটি খাতেই অভাবনীয় উন্নয়ন সাধন করেছেন। আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই, তাই জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে পাঠাবে আমরা তার পক্ষেই কাজ করবো। 

তিনি আরও বলেন একটি রাজনৈতিক দল উন্নয়নের এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য নানা রকম ষড়যন্ত্র করে চলেছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই জয়ী হবে আবারও ক্ষমতায় আসবেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি