ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৮, ১২ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

শ্রমিক সমাবেশ, কেক কেটে ও বর্ণাঢ্য র‌্যালি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে বরগুনায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।    

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে জেলা কমিটির সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামাল জামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মিয়া এবং জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ।

এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি