ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক ড্রাইভারের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ১২ অক্টোবর ২০২৩

বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে নাজমুস শাহাদাত বাবুল (৪৫) নামে এক বাংলাদেশী ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে।

বাবলু যশোরের ঝিকরগাছা সদর উপজেলার মৃত অলিয়ার রহমান সরদারের ছেলে।  

বন্দর সূত্রে জানা যায়, বুধবার (১১ অক্টোবর) সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৩০৫৩) ২৩৫ বেল পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় সে পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। 

তার মরদেহ ভারতে রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি