ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যার ৩ আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ১৪ অক্টোবর ২০২৩

কক্সবাজারের পেকুয়া উপজেলার আলোচিত ও চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। 

আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫র কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। 

তিনি জানান, গত ১০ অক্টোবর মঙ্গলবার বিকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আবু ছৈয়দকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাসহ তার একটি পা কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আবু ছৈয়দের স্ত্রীসহ চারজন গুরুতর আহত হন। 

এই ঘটনায় ১১ অক্টোবর নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায় শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, কক্সবাজারের একটি আভিযানিক দল পেকুয়া উপজেলা মগনামা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ২নং আসামি ও অন্যতম প্রধান পরিকল্পনাকারী নুরুল ইসলামের পুত্র নেজামুল ইসলাম মোজাহিদসহ ৩ জনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত অন্যরা হলো একই এলাকার মৃত নুরুন্নবীর পুত্র আমিরুজ্জামান ও তার ভাই জামিল ইব্রাহিম ছোটন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি