ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ১৬ অক্টোবর ২০২৩

মেহেরপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৬ অক্টোবর) দুপরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সমাবেশের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বিএএম।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। 

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্য, মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য আজিমুদ্দিন ও আনসার উদ্দিন উপস্থিত ছিলেন। 

জেলা সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১২টি বাইসাইকেল ও ২৮টি ছাতা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি