ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

কসবায় বাড়িতে মিললো ৩ মণ গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৬ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৫:৫০, ১৬ অক্টোবর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়।

সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামের নয়নপুর সড়কের পার্শ্বে নাজির মিয়ার বাড়িতে এ অভিযান চালায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, জনৈক নাজির মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়িতে পাঁচটি পাটের বস্তার ভেতর প্রতি বস্তায় ২৪ কেজি করে সর্বমোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে কারবারিরা দৌড়ে পালিয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি