ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৭ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর-মাওয়া সড়কের বাইন্নাবাড়ি বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে গেছে। এতে আহত হয়েছেন চালক ও তার সহকারী।

সোমবার রাতে মুক্তারপুর-মাওয়া সড়কের মুন্সীগঞ্জের বাইন্নাবড়ি এলাকায় বিকট শব্দে ধসে পরে ট্রাকটি। 

একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে অতিরিক্ত ওজন নিয়ে দ্রুত গতিতে সেতু অতিক্রম করছিল ট্রাকটি। এক পর্যায়ে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায় যানবাহনটি।

ব্রিজটি ভেঙে পড়ায় পাশের অপর সরু বেইলি সেতু দিয়ে চলছে যানবাহন। তবে চাপ সামলাতে রাতেই সেতুটির পাশে আরেকটি নির্মাণাধীন কালভার্টের অ্যাপ্রোচ সড়ক তৈরি করে মঙ্গলবার সকালে খুলে দেয়া হয়। 

তবে ধীরগতি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইমারান হোসেন বলেন, বেইলি ব্রিজটি এবং ট্রাকটি উদ্ধারের জন্য রেকার তলব করা হয়েছে। পাশেই আমরা অ্যাপ্রোচ করে যান চলাচলের জন্য খুলে দিয়েছি। ভেঙে পড়া ব্রিজটি মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি