ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানা আয়োজনে বরগুনায় শেখ রাসেল দিবস পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ১৮ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বরগুনায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। আজ শেখ রাসেলের ৬০তম জন্মদিন। 

দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শেখ রাসেল শিশু পরিবারের সদস্য’রা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা শেখ রাসেলকে নিয়ে স্মৃতিচারণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি