ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ১৮ অক্টোবর ২০২৩

র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কোরআন খতমসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসনের সামনের সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

পরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শেখ রাসেলের স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যা খান সোহেল, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি