ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাইফুল ইসলাম সুইটের নেতৃত্বে শেখ রাসেল ভেষজ বাগান প্রতিষ্ঠা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১৮ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

শহিদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় নেতা নাফিউল করিম নাফার নির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিকের তত্ত্বাবধানে সহ সভাপতি শাহাজাহান হাওলাদার ম্যাক্স ভাইয়ের ও স্বনাপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল  সহযোগিতায় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর নেতা সাইফুল ইসলাম সুইট এর নেতৃত্বে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শেখ রাসেল ভেষজ বাগান প্রতিষ্ঠা করা হয়। 

যেখানে শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে ৬০ টি বিভিন্ন জাতের ভেষজ চারাগাছ রোপণ এর মার্ধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন,রংপুর জেলা এম্বুলেন্স মালিক সমিতির সভাপতি তারেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন, ফুয়াদ হাসান সাগর, মহিদুল ইসলাম, ইয়ামিন, আশিকুর রহমান, শোভন,শাহিন, ডালিমসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী। 
ব্যাতিক্রম এই কর্মসূচি নিয়ে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সুইট এর সাথে কথা বললে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলিজার টুকরো ৬০ তম জন্মদিনে ৬০ টি ভেষজ গাছ রোপণ করা হল এবং বাগানটি রক্ষনাবেক্ষনের মার্ধমে প্রতিটি শহিদ শেখ রাসেল এর জন্মদিনে একটি করে চারাগাছ রোপণ করা হবে এবং ঔষুধী গাছ গুলোর উপকারীতা যেন আশপাশের জনগণ নিতে পারে সেই ব্যবস্থা করা হবে।

উক্ত কর্মসূচি শেষে শহিদ শেখ রাসেলসহ ১৫ ই আগষ্ট নিহত সকল শহিদদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি