ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২২ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

প্রায় ৭ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়েছে। মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা হিল গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর দুপুরে পদবঞ্চিতরা ক্যাম্পাসে বিক্ষোভ করে ও নতুন কমিটির সভাপতির অনুসারি নেতাদের মারধর করে। এ সময় তারা নব-ঘোষিত কমিটিকে অবাঞ্ছিতও ঘোষণা করে। এছাড়াও মাদার বখশ হলে নতুন ঘোষিত সাধারণ সম্পাদক আসাদিল্লা হিল গালিবের কক্ষে ভাঙচুর চালায় পদবঞ্চিতরা। এতে ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেলো ১৮ সেপ্টেম্বর রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলনের প্রায় একমাস পর গেলো শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি