ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোংলা সমুদ্র বন্দরে দূরবর্তী সংকেত, উপকূলে মেঘাচ্ছন্ন আকাশ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩১, ২৩ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ একটানা ৫০থেকে ৬০কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে।

নিম্নচাপের প্রভাবে সোমবার ভোর থেকে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে উপকূলে বয়ে যাচ্ছে হালকা-মাঝারি ঝড়ো বাতাসও। 

এদিকে এ নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ১নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়-বৃষ্টির আশংকা রয়েছে। সিগনাল বাড়লে সেই সাথে বাড়বে বৃষ্টি-বাতাসও। আপাতত ১নম্বর সিগনাল জারি রয়েছে, এর ফলে উপকূলের আকাশ মেঘলা রয়েছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি