ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ২৩ অক্টোবর ২০২৩

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈররের মৌচাক তেলিরচালা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে।  

সকাল ১০ টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মৌচাকের তেলি চালায় অবস্থান নেয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ  হয়ে যায়।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, মৌচাকে তেলিরচালা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা সর্বনিম্ন বেসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে  বিক্ষোভ শুরু করে।

এসময়ে আশপাশের কারখানার শ্রমিকরা  বিক্ষোভ করতে থাকে। একপার্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় দিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে  চলাচলকারীরা। 

 মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে । শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি