ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ২৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ১০:৪২, ২৪ অক্টোবর ২০২৩

গোপালগঞ্জে পিকআপ ও জি এস পরিবহনের একটিবাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ২ জন নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে  এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপ চালক  শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক  শেখ (৪৫)।

গোপালগঞ্জের  কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে  থানার পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম ২ জনের মৃত্যুর খবর  নিশ্চিত করে বলেছেন, ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা  ঢাকাগামী মাছ ভর্তি একটি  পিক আপ এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা আগামী জিএস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের  সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের ২ জন নিহত হন। ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা পিকআপের সামনের অংশ কেটে  নিহতদের লাশ উদ্ধার করেন। সকালে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি