ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

নেছারাবাদে পূজা মন্ডপ পরিদর্শন করলেন মহিউদ্দিন মহারাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ২৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ১১:৩৩, ২৪ অক্টোবর ২০২৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

সোমবার ২৩ (অক্টোবর) বিকাল থেকে তিনি নেছারাবাদ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এসময় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

পরিদর্শন কালে পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসন সহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর নেছারাবাদ উপজেলার ১২৪ টি পূজা মন্ডপে নিজস্ব তহবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন মহিউদ্দিন মহারাজ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি