ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ভোলায় বৈরী আবহাওয়া, লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ২৪ অক্টোবর ২০২৩

ঘূর্ণিঝড় হামুন'র প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টিসহ ঝড়ো বাতাস বইছে। বিশেষ করে ঢালচর, চরনিজাম, মনপুরা, কুকরি-মুকরি, চরপাতিলায় গতকাল রাত থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে।

সকালে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেয়ার পর থেকেই ভোলা-ঢাকা-বরিশাল সহ সকল রুটের লঞ্চ চলাচল ও ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল রুটের ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন ইলিশা ঘাটে আসা যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলার ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

এছাড়া এক হাজার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখার জন্য অবহিত করা হয়েছে। সাত উপজেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম। দুর্যোগ মোকাবেলায় ১৫ হাজার সিপিপি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

উপকূলীয় চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ লক্ষাধিক বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনতে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি