ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় ‘হামুন’: সন্দ্বীপে নৌযান চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ২৪ অক্টোবর ২০২৩

প্রবল ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সন্দ্বীপে সকাল থেকে হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে সন্দ্বীপের ভিতরে এ মুহূর্তে বাতাসের গতিবেগ কম থাকলেও সন্দ্বীপ উপকূলে তুলনামূলক বাতাসের গতিবেগ বেশি। এদিকে সন্দ্বীপে ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানিয় প্রশাসন। 

কুমিরা-গুপ্তছড়া নৌরুটে ভোরে সার্ভিস বোট চলাচল করলেও সকাল ১০টার পর নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিআইডব্লিউটিসির জাহাজ এমভি তাজউদ্দিন আহমেদ ও স্পিড বোট ৭ নম্বর সিগনালের কারণে বন্ধ রয়েছে।

এদিকে সন্দ্বীপে বেড়িঁবাধ এলাকায় সচেতনতায় মাইকিং করছে সিপিপি। 

উল্লেখ্য, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রাম ও পায়রায় ৭ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

‘হামুন’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি উপকূলের আরও কাছে চলে এলে সতর্ক সংকেতের মাত্রা বাড়তে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি